**যারা front-end ডেভেলপার আছেন বা ওয়েব ডিজাইনার তারা **
**সকলেই চান যেন তাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার টা যেন সুন্দর হয় ।**
USER’রা বা কোন মানুষ এক পলক দেখার সাথে সাথে ওয়েবসাইটের প্রেমে পড়ে যায় ।
কিন্তু ভালো রিসোর্স না থাকার কারণে আমরা ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি না বা আই কেচিং ব্যাকগ্রাউন্ড দিতে পারেনা আমাদের ওয়েবসাইটে ।
তাই আজকের এই আর্টিকেলে আপনার সাথে পরিচয় করিয়ে দেব এমন পাঁচটি ওয়েবসাইটের সাথে ।
যা ব্যবহার করে আপনি অসাধারণ অসাধারণ ওয়েব ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন।
# **Number 01 => “haikei.app”**
আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে নদীর ঢেউ খেলানো svg অথবা blob, wave, gradients, low poly বা
গ্রেডিয়েন্ট এবং নিজের মতন কাস্টমাইজ করতে তাহলে এখনি কাঁথা-বালিশ নিয়ে দৌড় দেন এই লিংকে ” https://app.haikei.app/ “
আর নিজের ইচ্ছা মতন ঢেউ খেলানো ব্যাকগ্রাউন্ড জেনারেট করুন ।
# **Number 02 => “BGJar”**
আমরা অনেক সময় কিছু ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে ম্যাপ এর মতন কিছু svg বা পিএনজি ছবি দেখি ।
এই ছবি দেখার পর যদি আপনার মনে প্রশ্ন জেগে থাকে সুন্দর সুন্দর এই ম্যাপ গুলো কিভাবে তৈরি করে ।
তাহলে এখনই সোজা হাঁটা শুরু করুন এই লিঙ্কে ” https://bgjar.com/ ” ।
আপনি শুধু এই Tools ব্যবহার করে যে শুধু map তৈরি করতে পারবেন
এই রকম না । তার সাথে আপনি polygon, blob, colored shapes, curved lines, overlays
ইত্যাদি তৈরি করতে পারবেন ।
# **Number 03 => “Cool Backgrounds”**
কে না চায় তার ওয়েব সাইটের ব্যাকগ্রাউন্ড ভালো হোক সকলেই চাই ।
আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যদি Trianglify , Particles technical lines ,
Gradient Topography smooth layered shapes ,এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পিকচার যদি পেতে চান তাহলে
এই লিঙ্কে ” https://coolbackgrounds.io/ ” চলে যান।
# **Number 04 => “Mesh Gradient”**
ওয়েব সাইটের ব্যাকগ্রাউন্ডে যদি সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে এই লিংকটি ” https://meshgradient.in/ ” আপনার জন্য।
# **Number 05 => “SVG Backgrounds”**
Awesome Awesome stunning websites easily with
full screen graphics ব্যাকগ্রাউন্ড নিতে চান তাহলে এই লিঙ্ককে ” https://www.svgbackgrounds.com/ ” চলে যান।
অসাধারণ ব্যাকগ্রাউন্ড জেনারেটর
